• Sun. Apr 6th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নিউজ আপডেট

দেশ-বিদেশের ব্রেকিং নিউজ

ঈদ কালিন ছুটিতেও থেমে নেই বেড়া উপজেলার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা প্রদান

  • Home
  • ঈদ কালিন ছুটিতেও থেমে নেই বেড়া উপজেলার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা প্রদান

আব্দুল্লাহ আল মোমিন

ঈদকালিন ছুটিতেও বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি স্বাস্থ সেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম থেমে নেই। বেড়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কেন্দ্রগুলোতে ঈদকালিন ছটির সময়েও পরিবার পরিকল্পনা মা ও শিশু সাস্থ্য সেবা সহ অন্যঅন্য সাভাবিক সেবা কার্যক্রম গুলো চলোমান ছিলো। উক্ত সেবা কার্যক্রম গুলোর মধ্যে সাধারন রুগীর সেবা প্রাপ্ত সংখ্যা ৭২ জন। ০ থেকে ৫বছরের শিশুদের বিভিন্ন রোগের সেবা ২২জন,আর কিশোর কিশোরীদের বয়স সন্ধিকালীন সাস্থ্য সেবা২৩ জন প্রসব পূর্ব ANC সেবা ২৬ জন প্রসব পরবর্তী PNC সেবা ২২ জন নরমাল ডেলিভারি সংখ্যা ৫ জন। পরিবার পরিকল্পনা দম্পতিদের মাঝে খাবার বড়ি আপন ১৩ জন, খাবার বড়ি সুখি ৩ য় প্রজন্ম ১৪ জন,কনডম বিতরন ৬জন,ইনজেকশন ডিপোভায়াল পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আই ইউ ডি পরানো হয়েছে ৭ জন।উক্ত সেবা কার্যক্রম ছারাও পরিবার পরিকল্পনা বিভাগের উক্ত সেবা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তগন সকলের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা, সাস্থ্য ও পুষ্টি বার্তা সম্পর্কে ও জন সচেতনতা বারানোর জন্য সু পরামর্শ প্রদান করেন।

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই বন্ধু ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন হোসেন (১৭) ও একই রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা দুইজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত নয়ন হোসেন গাইবান্ধা জেলার মো. কামাল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে থেকে স্কুলে পড়াশুনা করতো। আর হৃদয় হোসেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবারিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নয়ন হোসেনের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল। দুই বন্ধুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, তাদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। দুপুরের মধ্যে মরদেহ আনার চেষ্টা চলছে। দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

প্রেস ক্লাব পাবনা’র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড, ঢাকা র চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়সাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ প্রমুখ।

দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন রাজু বলেন আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা জগতে এক অনন্য উদাহরণ। তিনি জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। তিনি আরো বলেন সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই আমাদের মডেল ছিলেন। আমরা সব সময়ই তাকে অনুকরণ ও অনুসরণ করে চলতাম।

পাবনা পৌর সদরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।

আরাফাত ওই এলাকার ওমরের ছেলে। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে পেলে শহিদ মেম্বরের অনুসারীরা হামলা চালায়। এসময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়। 

পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এরপরই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এ হত্যাকাণ্ড। ঘটনায় শহিদ মেম্বর ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। ঘটনাস্থলে এসে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২৩ মার্চ ২০২৫ রবিবার অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডনি হল্যান্ড প্লেসে এক আনুষ্ঠানিক আয়োজনে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ-সভাপতি: মাহফুজুর রহমান (তাসমানিয়া), সায়ীদ চৌধুরী (QLD)

যুগ্ম সচিব: মোঃ কামরুজ্জামান (NSW), ওমর শরীফ (VIC), জাহাঙ্গীর হোসেন (QLD)

সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ শফিউল আলম (NSW)

সহকারী সাংগঠনিক সম্পাদক: হাসনা হেনা (NSW), অলি হাসান (TAS)

সহকারী অফিস সম্পাদক: রেজানুর রহমান রুপন (NSW), বাদশা বুলুল (NSW)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশিক মাহমুদ বিপুল (VIC), মোহাম্মদ ফয়সাল আল মাহমুদ (WA)

সহ-প্রচার সম্পাদক: মোঃ কামরুজ্জামান হাওলাদার (NSW)

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আজিজুন নাহার মালা (NSW)

কার্যনির্বাহী সদস্য: মোঃ আব্দুল আলিম মোল্লা (NSW), ইউনুস রোহান (NSW)

কমিটি ঘোষণা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরে বাংলাদেশের নির্যাতিত মানুষের জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের ফলে বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন। এছাড়া, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিএনপি অস্ট্রেলিয়া শাখা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। নতুন কমিটির সদস্যরা দলীয় কার্যক্রম আরও গতিশীল করার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

পাবনার আতাইকুলায় জামায়াত নেতা আকরাম মন্ডলের বিরুদ্ধে জমি দখল, হাট দখলের বিষয়ে যুবলীগ নেতার মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে সদরের আতাইকুলা ইউনিয়নের মধুপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

আতাইকুলা ইউনিয়ন জামায়াতের আমীর আকরাম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য দেন, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও  বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ হোসেন পুষ্পপাড়া হাট মালিক আলহাজ্ব আব্দুল সালাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শফিকুল ইসলাম শাকিল, আতাইকুলা ইউনিয়নের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত (২৫ মার্চ) পাবনা প্রেসক্লাবে অবৈধ জমি দখল সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন করেছে মধুপুর গ্রামের বিগত পতিত সরকারের যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফি, তিনি আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা মৌজার জমি নিয়ে কথা যে সব ঘটনা জাহির করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতার নির্দেশে পাবনা জেলা আমীর সাহেব ওই শফিকে (২৫ মার্চ) দুপুরে ডেকেছিলেন, কিন্তু শফি জেলা আমীরের ডাকে সারা না দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রেস কনফারেন্স করেছে। 

জমি সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি পাবনার গণ মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং জামায়াত মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইনকে জড়িয়ে তার সুনাম ক্ষুন্ন করার ব্যর্থ অপচেষ্টা করেছেন।

তারা অভিযোগ করে বলেন, বিষয়টি আমরা স্পষ্টত বুঝতে পারছি এর পিছনে পরিকল্পিতভাবে কেউ জড়িত। যারা এলাকায় বিভিন্ন সময়ে এমপি প্রার্থী হওয়ার নীতি ও সংগঠন বহির্ভূত খাহেশ প্রকাশ করে যাচ্ছেন। তারা শফিকে দিয়ে ঘোলা পানিতে মাছ স্বীকারের ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন।

পুষ্পপাড়া হাট দখল নিয়ে যা বলা হয়েছে তারও কোন ভিত্তি নাই। কারণ হাটের ইজারাদার আব্দুস সালাম পুষ্পপাড়া এলাকার বিএনপি নেতা রফিকুল ইসলাম মনাসহ বিভিন্ন গণ্যমান্য লোক দিয়ে কমিটি করে হাট পরিচালনা করে আসছে। এখানে আকরাম মণ্ডলের সম্পর্ক নেই। শহিদ আবু সাইদ ক্লাবের নামে ১ টন চাউল বিক্রয়ের বিষয়ে আকরাম মন্ডলের দূরতম সম্পর্কও নাই। 

যুবলীগ নেতা শফিকের অপকর্ম তুলে ধরে তারা বলেন, শফিকুল ইসলাম শফির মধুপুর ক্লিনিক নামে মেরিল বাইপাসে একটি ক্লিনিক রয়েছে। ইতিপূর্বে তার ক্লিনিকে অপচিকিৎসায় একাধিক রোগী মারা গিয়েছে, ক্লিনিকের ছত্রছায়ায় সে অবৈধ দেহ ব্যবসার সঙ্গে জড়িত।

মধুপুর গ্রামের শাকিল হত্যা মামলায় একই গ্রামের বকুলকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বকুলের মা সুফিয়ার কাছ থেকে কৌশলে বিভিন্ন দাগ থেকে জমির দলিল করে নিয়েছে।

ভিত্তিহীন তথ্য প্রকাশ করা, জামায়াত সংগঠনের মান কুন্ন করা, প্রিন্সিপাল ইকবালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ সৃষ্টি করার জন্য আ.লীগ নেতা আব্দুর রহিম ও তার ছেলে পলাশ এবং শফির ভাই আব্দুল ওহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

 স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহি পাবনা দারুল আমান ট্রাষ্ট কর্তৃক পরিচালিত  ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বুধবার ২৬ মার্চ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন  মিলনায়তনে  সকালে কুরআন তেলওয়াত মধ্যে অনুষ্ঠান শুরু হয়। 

মাদরাসার সিনিয়ার শিক্ষক রফিকুল আলম রঞ্জুর  সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধাক্ষ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক শামীম হাসান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ, হাফেজ ময়েজ উদ্দিন প্রমুখ। 

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, প্রভাষক সেলিনা খাতুন সহ  অত্র মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

রোটারি ক্লাব আব এভার গ্রীন পাবনা এর উদ্দ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (২৬শে মার্চ) রোটারি ক্লাব আব এভার গ্রীন পাবনার সভাপতি মোঃ রাশিদুল হাসান বকুল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স

এসোসিয়েশন সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জালাল উদ্দিন,
বিশেষ অতিথি রানা গ্রুপ এর চেয়ারম্যান রোটাঃ মোঃ রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রোটাঃ প্রভাত চন্দ্র ভদ্র, রোটা: ইদ্দিশ আলী বিশ্বাস, রোটারি ক্লাব আব এভার গ্রীন এর সদস্য মোঃ আজিজুল হক মন্ত্রী,সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক খালেদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তব্য অতিথিরা বলেন ১৯০৫ সাল থেকে মানবতার উদ্দেশ্য নিয়ে রোটারি ক্লাব আব এভার গ্রীন কাজ করে যাচ্ছে ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কর্মকান্ড সফলতা ভাবে সম্পাদন হয়েছে আশা করি ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন সামাজিক কর্মসূচী নিয়ে রোটারি ক্লাব আব এভার গ্রীন কাজ করে যাবে।

আব্দুল কাইউম :
যথাযথ মর্যাদার সাথে ৫৫তম মহান স্বাধীনতা ও গৌরব ময় শহীদ দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মানে (২৬মার্চ) বুধবার সকালে রোটারি ক্লাব অব পাবনা (আর আই ডি ৬৩) এর পক্ষ থেকে দুর্জয় পাবনার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিপি রোটাঃ ট্রেজারার মোবিদুর রহমান সেতু,রোটাঃ মিজানুল রহমান (ভিপি),
আসাদুজ্জামান খোকন(ভিপি),ইঞ্জিনিয়ার রোটাঃ আজিজুল হক, রোটা: ও সমাজ সেবক মাহবুবুল আলম, মান্নান ভূইয়া (ভিপি),প্রিতম কুমার কুন্ডু, রোটাঃ শাহিন রেজা, কাওছার সর্দর সহো সদস্য গন।

এ সময় জাতির বীর সন্তান ও সকল শহীদ দের স্মরনে করে ১ মিনিট নিরবতা পালন করেন আগত সদস্য বৃন্ত।

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের বহরপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে গুরুতর আহত তিনজনকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ লিখেছেন, বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *