
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দায়িত্ব গ্রহণ করেছেন। সকালেই তিনি পাবনা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান বদলি জনিত কারণে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন।
অভ্যর্থনা পর্ব শেষে নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে পাবনা জেলার দায়িত্বভার গ্রহণ করেন।রএ সময় উপস্থিত ছিলেন—জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পাবনাজনাব মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), পাবনা জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পাবনা
জনাব সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর সার্কেল), পাবনা
জনাব আরজুমা আক্তার, এসএএফ, পাবনা
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ।
নবাগত পুলিশ সুপার জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
