জেলা প্রতিনিধি, পাবনা
পাবনায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নৃশংসভাবে হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের ক্যাফে পাবনা ও পরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করে।অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
হিজবুত তওহিদের পাবনা জেলা শাখার সভাপতি, মোঃ মাহতাব উদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত রোববার (১৯ জানুয়ারি) রাতে হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুরের নফসারের ভাটা মোড় এলাকায় বাজিতপুরের মৃত আজিজুলের ছেলে মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৪০ জনের একটি সন্ত্রাসীবাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর নারকীয়ভাবে হামলা চালায়। এসময় কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি আরও বলেন, ২০২২ সালের ২৩ আগষ্ট চরঘোষপুরের ওই এলাকার কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। সেদিন রাতে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুজন মন্ডল নামের একজনকে হত্যা করে। সেই মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও বিগত সরকারের সময় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে। জেল থেকে সহজেই বেড়িয়ে এসে আসামিরা গত দেড় বছর ধরে ভুক্তভোগী পরিবারগুলোকে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছে। এমনকি তারা মাঝেমধ্যে হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছিল।
বিভিন্ন রাজনৈতিক দলের আশায়-প্রশ্রয়ে লালিত এই আসামিরা গত ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে মামলার বাদী সেলিম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। সম্প্রতি সময়ে তারা আবারও হুমকি-ধামকি দিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে আমরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, সন্ত্রাসীরা রোববার রাতে আবারো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের আঞ্চলিক সভাপতি শামসুজ্জামান মিলন, পাবনা জেলা সভাপতি, মোঃ মাহতাব উদ্দিন, সাবেক পাবনা জেলা সভাপতি সেলিম শেখ ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।
এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গতকাল এ ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রতিনিধি ;-
১৯ জানুয়ারী২০২৫ রবিবার সন্ধ্যা থেকে রাত ৯ টা দেশের অন্যতম প্রধান সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা,কবি বন্দে আলী মিয়া’র ১১৯ তম জন্মবার্ষিক ও নাট্যাচার্য সেলিম আল-দ্বীন’র ১৭ তম প্রয়াণ বার্ষিক উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা “হে গুণিজন তোমাদের স্মরণে” অনুষ্ঠান আয়োজন করে উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয় সমবায় মার্কেট দ্বিতীয় তলায়। সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হাসানুজ্জামান-সভাপতি নোঙর, ঈশ্বরদী পাবনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুদ দাইন সরকার-উপদেষ্টা উত্তরণ পাবনা,কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক টগর,মোছাঃ শাহিদা জামান ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান, কবি এম আব্দুল হালীম বাচ্চু, প্রফেসর মোঃ জামাল উদ্দীন সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ, প্রফেসর মোঃ নজরুল ইসলাম বাবু,শফিক আল কামাল সভাপতি, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,এস এম আইয়ুব আলী সভাপতি খেলাঘর পাবনা জেলা শাখা,কবি ও সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সদস্য উত্তরণ পাবনা, এটিএম ফজলুল করিম,শাম্মী আক্তার স্মৃতি,কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল,মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক সাধারণ সম্পাদক আরশিনগর বাউলশিল্পী সংস্থা,তানজিল হাসান ক্যামেরাপর্সন রুপসী বাংলা টিভি, ফারহানা খাতুন, জেলা প্রতিনিধি রুপসী বাংলা টিভি,তানিয়া জাহান রজনী (কবি বন্দে আলী মিয়ার নাতনী)সুরাইয়া ইসলাম,মরিয়ম বেলারুশী – অর্থসম্পাদক উত্তরণ পাবনা,সৈয়দা সোনিয়া খাতুন সহ সাহিত্য সম্পাদক উত্তরণ,কণ্ঠশিল্পী রজনী আক্তার সহ প্রচার সম্পাদক উত্তরণ, মোঃ হাবিব (কবির নাতজামাই), নূরজাহান আক্তার রুমকি (কবির নাতনী),মোহাম্মদ বেলাল হোসেন সদস্য উত্তরণ,নীলিমা নীল সাহিত্য সম্পাদক উত্তরণ,কবি মোঃ সামসুল আলম সদস্য উত্তরণ পাবনা প্রমুখ।
উল্লেখ্য ১৭ জানুয়ারি কবি বন্দে আলী মিয়া’র ১১৯ তম জন্মবার্ষিক এবং ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীন এর ১৭ তম প্রয়াণ বার্ষিক ছিলো। অনুষ্ঠানের আলোচক বৃন্দ জেলা প্রশাসক এর আয়োজনে কবি বন্দে আলী মিয়ার কোন স্মরণ সভা অনুষ্ঠিত হয়নি জন্য ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং আগামীতে দেশের বিখ্যাত এই গুণি কবির জন্মবার্ষিক ও মৃত্যু বার্ষিক সরকারি ভাবে পালনের আহবান জানান। কবি বন্দে আলী মিয়া ও নাট্যাচার্য সেলিম আল দীন এর জীবন এবং সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, আগামী প্রজন্মের কাছে এই গুণিজন দের জীবন ও তাদের সৃষ্টিশীল কর্ম তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন।
মোঃ সিয়াম
পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসী গোষ্ঠী। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ রাত সাড়ে আটটার দিকে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ২০ থেকে ২৫ জন স্থানীয় সন্ত্রাসী বাহিনী আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করে। হামলায় হেযবুত তওহীদের ১৩ জন সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা পুলিশ আসার খবর পেলে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ধর্মীয় আদর্শিক দ্বন্দ্বের কারণে সংঘাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সার্বিক নিরাপত্তায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা(সৌরভ)
একদন্ত ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লিফলেট বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে একদন্ত ইউনিয়ন যুবদল । গতকাল বৃহস্পতিবার, ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম একদন্ত ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড (শিবপুর বাজারে) অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়নের যুবদলের
সাবেক আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন মিন্টু, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক যুগ্ন আহবায়ক রমিজ উদ্দিন, সাবেক যুগ্ন আহবায়ক মেহেদী হাসান সৌরভ
এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ডের যুব দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মানুষের মাঝে উপস্থাপন করেন এবং আগামীতে কিভাবে রাষ্ট্রসংস্কার করবেন তারেক রহমানের নির্দেশে এগুলো বাস্তবায়ন কর্মসূচি পালন করেন।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ১৪/০১/২০২৫ তারিখ ২৩.৫০ ঘটিকা ঘটিকায় এসআই(নিঃ)মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন পৌরসভার শালগাড়ীয়া গোডাউন মোড় কে জি শাহ রোডস্থ জনৈক মান্নান মিয়া এর পুরাতন জমিদার বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। অমৃত ঘোষ (২৭), পিতাঃ প্রভাস ঘোষ, মাতাঃ মঞ্জুরী ঘোষ, সাং-শালগাড়ীয়া (তারেক প্রামানিক রোড), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে ০৭(সাত) রাউন্ড পিস্তলের গুলি সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা থানায় অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে।
অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে অদ্য ১৩.০১.২০২৫ ইং তারিখে শীতার্ত, হতদরিদ্র, অসহায় ছিন্নমূলদের মাঝে ৫০০ কম্বল বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার গর্ভনিং বডির সদস্য জনাব মোঃ আতিয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম, আইটি হেড জনাব সজিবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জনাব হাসনাত জামিন প্রান্ত সহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি যশোরে একটি মাহফিলে দেওয়া বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি বলেন, আমার বক্তব্য ছিল সাধারণ। এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।তিনি আরও বলেন, দেশে ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাদের এ আচরণ অযৌক্তিক। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না; আমরা ইসলামের পক্ষে কথা বলি। তাই অপ্রাসঙ্গিকভাবে বিষয়টিকে বিতর্কিত করা উচিত নয়।
ড. আজহারী বলেন, আমরা চাই না দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি কিংবা টেন্ডারবাজি চলতে থাকুক। ক্ষমতার পালাবদলের সময় আমরা দেখেছি, প্রতিটি সরকার দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে। এসব বদভ্যাস আমাদের রাজনীতিতে শেকড় গেড়ে বসেছে। এখন আমাদের পরিবর্তন দরকার। প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিজ্ঞা করতে হবে যে, ভবিষ্যতে তারা আর দুর্নীতিতে লিপ্ত হবে না।
তিনি আরও বলেন, যদি রাজনীতিবিদরা এ ধরনের সাধারণ কথাকে নিজেদের গায়ে মাখেন, তবে জনগণের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছাবে। এটি আমরা চাই না। আমাদের উচিত নতুন ভোরের বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা/উল্লেখ্য, যশোরের একটি মাহফিলে দেওয়া ড. মিজানুর রহমান আজহারীর “এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত” বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে আজহারী এটিকে অযথা বিতর্ক বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আগামী দুই-তিন দিনের মধ্যেই এ কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান মোস্তফা জামাল হায়দার। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমমনা ১২ দলীয় জোটের নেতারা।১২ দলীয় জোটের প্রধান বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। দুই-তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
তিনি আরও জানান, ৫ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই-তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই- আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনগণের মধ্যে বিরাজমান সমস্যা, দ্রব্যমূল্যের কশাঘাত ও নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল- এসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করব।
চীনে সংক্রমিত নতুন ভাইরাস, এইচএমপি আক্রান্ত রোগী বাংলাদেশে পাওয়া গেছে। এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংক্রামিত নারীর শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা মহামারির ৫ বছর পর চীনের বিভিন্ন স্থানে নতুন এই ব্যাধি ছড়িয়েছে। যার মূল লক্ষণ- শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোন কারণ নেই।
এ বিষয়ে ভাইরোলজিষ্ট ডা. জিলানী জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।
কারো কারোর মতে, দেশে আগেও এইচএমপিভি’র অস্তিত্ব ছিলো। এখন২ শিশু আর প্রবীণদের শরীরে এর অস্তিত্ব মিলতে পারে।
সরিাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়রি আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামদি (৭২) নামে এক বৃদ্ধরে মৃত্যু হয়ছে।ে উপজলোর ভাঙ্গুড়া ইউনয়িনরে নৌবাড়য়িা নতুনপাড়ায় শনবিার (১২ জানুয়ার)ি রাত সাড়ে ১২টার দকিে এ ঘটনা ঘট।ে তনিি অবসরপ্রাপ্ত পুলশি সদস্য ও স্থানীয় কৃষকদলরে সনিয়ির সহ-সভাপতি মাহবুবরে বাবা।
নহিতরে পরবিাররে সদস্যরা জানান, প্রতদিনিরে মতো সবাই রাতরে খাবার খয়েে ঘুময়িে পড়নে। হঠাৎ মধ্যরাতে আগুন লগেে যায়। পরবিাররে অন্য সদস্যরা ঘর থকেে বরে হতে সক্ষম হলওে হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামদি বরে হতে পারনেন।ি স্থানীয়রা চৎিকার শুনে ছুটে এসে আগুন নভোনোর চষ্টো চালায়। এ সময় অগ্নকিান্ডে আনুমানকি ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গছেে জানান তারা।
নহিতরে ছলেে মাহবুব বলনে, আমার বাবা র্দীঘদনি ধরে প্যারালাইসসিে ভুগছলিনে। হাঁটাচলা করতে পারতনে না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থকেে বরে হতে পারলওে তনিি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার র্সাভসিরে ফায়ার ফাইটার আব্দুল মোত্তালবে বলনে, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সরু রাস্তার কারণে ভতেরে প্রবশে করতে কছিুটা প্রতবিন্ধকতার মুখে পড়তে হয়ছেলি। পরে স্থানীয়দরে সহযোগতিায় প্রায় এক ঘণ্টার চষ্টোয় আগুন নয়িন্ত্রণে আনা হয়। বদ্যৈুতকি র্শটর্সাকটি থকেে আগুনরে সূত্রপাত হয়ছেে বলে ধারণা করছ।ি
এ বষিয়ে ভাঙ্গুড়া অফসিার ইনর্চাজ (ওস)ি মো: শফকিুল ইসলাম বলনে, ঘটনা জানার পর ভাঙ্গুড়া থানা-পুলশি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনরে মৃত্যু হয়। নহিতরে মরদহে পরবিাররে কাছে হস্তান্তর করা হয়ছে।ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৪ আগস্ট সন্ধ্যায় মার্চ টু ঢাকা কর্মসূচি দেয়। এর মধ্যে রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে শহীদ মিনার আর শাহবাগ দখলে নিয়েছে ছাত্রলীগ। মধ্য রাতে কয়েকজন সাংবাদিক টিএসসি ও শাহবাগ এলাকার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানান, পুরো ক্যাম্পাস ফাঁকা।
২০২৪ সালজুড়ে এ রকম ২ হাজার ৯১৯টি ভুয়া ও মিথ্যা খবর শনাক্ত করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। ২০২৩ সালে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯১৫টি ভুল তথ্য। অর্থাৎ এক বছরে ভুয়া তথ্য ৫২ শতাংশ বেশি ছড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অপতথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে। ভুয়া তথ্যের মাধ্যমে সাম্প্রদায়িক সংঘাত লাগানোর পাঁয়তারা করা হচ্ছে। প্রতিবেশী ভারতের গণমাধ্যমও অপতথ্য সত্য খবর হিসেবে প্রচার করে উস্কানি দিচ্ছে। ব্যক্তি ও দলীয় স্বার্থে সংঘবদ্ধভাবে ভুল তথ্যের ক্যাম্পেইন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদের কারণে মূলধারার সংবাদমাধ্যমগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবরের প্রতি জনগণের আস্থা কমছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, অপতথ্যের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালানো হচ্ছে। বিশেষ কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সংঘাত ঘটানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে। এসব অপপ্রচার রোধে সবচেয়ে আগে প্রয়োজন সামাজিক সচেতনতা। ফেসবুক, ইউটিউবে কোনো কিছু দেখেই বিশ্বাস করা যাবে না। যাচাই-বাছাই করতে হবে।
ইসরায়েল, রাশিয়া ও চীনের কৌশল
ভারত-বাংলাদেশ দুই দেশকে জড়িয়ে অপপ্রচার নতুন নয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এ সংখ্যা দ্রুত বেড়েছে। আগস্ট থেকে সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘরে হামলা, ইসকনের আন্দোলনকে ঘিরে সরব হয়ে ওঠে ভারতের গণমাধ্যম ও এক্স অ্যাকাউন্টগুলো। রিউমর স্ক্যানার গত ডিসেম্বরে ৪৯টি ভারতীয় গণমাধ্যমের তালিকা প্রকাশ করেছে, যারা গত ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে ১৩টি ভুয়া খবর প্রচার করেছে। গত মাসে প্রকাশিত টেক গ্লোবাল ইনস্টিটিউটের ‘দ্য অ্যানাটমি অব ডিজইনফরমেশন অন এক্স’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে ইসরায়েল, রাশিয়া ও চীনের কৌশল।
ভারত থেকে ধর্মীয় অপপ্রচার
অনলাইনের তথ্যউপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসমিল্যাবের ১২ ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর বাংলাদেশের আটটি ফ্যাক্টচেকিং সংস্থা ধর্ম বিষয়ে ৩১৩টি স্বতন্ত্র ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব ধর্মীয় ভুল তথ্যের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে উগ্র ইসলামপন্থি রাষ্ট্র হিসেবে তুলে ধরা। এই ধরনের ভাষ্য প্রচারিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দিক থেকে। পুরোনো বা অপ্রাসঙ্গিক ছবি-ভিডিও দিয়ে, কোথাও মুসলিম ব্যক্তি বা আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার দৃশ্যকে উপস্থাপন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হিসেবে। কোথাও আবার দাবি করা হয়েছে, তিন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২৭ হাজার হিন্দু নিহত হয়েছে। রিউমর স্ক্যানার ৫-১৩ আগস্ট পর্যন্ত ছড়ানো এ ধরনের অপতথ্য বিশ্লেষণ করে দেখেছিল, যে ৫০টি এক্স অ্যাকাউন্ট থেকে এসব অপতথ্য ছড়ানো হয়েছে, তাদের ৭২ শতাংশ থাকেন ভারতে।
নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে অপপ্রচার বাড়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। এর আগে ২০২৩ সালের ৬ নভেম্বর ডিসমিল্যাব এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অপতথ্য প্রচার বাড়তে শুরু করে। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের তিন মাসের (এপ্রিল-জুন) তুলনায় রাজনৈতিক ভুয়া তথ্যর প্রচার ৫৬ শতাংশ বেড়েছে।
ফেসবুকে দিনে ছয়টির বেশি ভুল তথ্য
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়। রিউমর স্ক্যানের প্রতিবেদন বলছে, তারা ২০২৪ সালের ২ হাজার ৯১৯টি অপতথ্য চিহ্নিত করেছে। এর মধ্যে ২ হাজার ৩৩০টি ভুল তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। অর্থাৎ প্রতিদিন কমপক্ষে গড়ে ছয়টির বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে এই প্ল্যাটফর্মে। ফেসবুকের পর একক প্ল্যাটফর্ম হিসেবে বেশি ভুল তথ্য ছড়িয়েছে ইউটিউবে (৫৬৫টি)। টিকটকে ছয় মাসে ভুল তথ্য ছড়িয়েছে ৫০৯টি। এক্সে ২০১টি অপতথ্য শনাক্ত হয়েছে।
গণমাধ্যমেও ভুয়া তথ্য
গণমাধ্যমও ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রিউমর স্ক্যান গত বছর দেশের গণমাধ্যমগুলোতে প্রচারিত প্রতিবেদনে ভুল তথ্য শনাক্ত করেছে ১৫১টি।
এআইয়ের কারসাজি
রিউমর স্ক্যানার বলছে, ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির কারসাজির মাধ্যমে ভুল তথ্যের প্রচার ও প্রসার বেশ লক্ষ্যণীয় ছিল। গত বছর এমন ১০৭টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
গণমাধ্যমকে জড়িয়ে ভুল তথ্যে দুশ্চিন্তা
ভুল তথ্য ছড়াতে গণমাধ্যমকেও কাজে লাগানো হচ্ছে। গণমাধ্যম যা প্রচার করেনি তা-ই গণমাধ্যমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুল তথ্যের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম, পুরোনো ফুটেজ এবং নকল ফটোকার্ড। এসব কায়দা ব্যবহার করা হয়েছে, গত বছর এমন ৫০৫টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।
আক্রান্তে এগিয়ে আওয়ামী লীগ
রিউমর স্ক্যানার জানায়, গত বছর দল হিসেবে আওয়ামী লীগকে নিয়ে সর্বোচ্চ ৪৪টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। বিএনপি দল হিসেবে, নেতাকর্মীদের নিয়ে এবং দলটির অঙ্গসংগঠনগুলোকে নিয়ে ভুল তথ্যের সংখ্যা ১৩০-এ গিয়ে ঠেকেছে।
জুয়ার প্রচারে তারকাদের ভুয়া ভিডিও
সময়ের সঙ্গে নিত্যনতুন পন্থা বেছে নিচ্ছেন প্রতারকরা। গেল বছর জুয়ার অ্যাপের ভুয়া বিজ্ঞাপনে সেলিব্রিটিদের জড়ানোর বিষয়টি প্রতারণার ক্ষেত্রটিতে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ২০২৪ সালে জুয়ার বিজ্ঞাপন সংক্রান্ত অর্ধশতাধিক ভুয়া ভিডিও শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।
বছরে হাজারো ভুয়া কন্টেন্ট সরানো হচ্ছে
ভুলতথ্য, অপপ্রচার, ধর্মীয় ও রাজনৈতিক উস্কানির কারণে ২০২৩ সালে বাংলাদেশে ৪ হাজার ৩০৮টি ফেসবুক পোস্টে নিষেধাজ্ঞা দিয়েছে মেটা। অন্য সামাজিক মাধ্যম টিকটক ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) মোট ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
হুমকিতে ব্যক্তি ও সমাজ
ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে ব্যক্তি ও সামাজিক জীবন যেমন বিপন্ন, তেমনি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় জনসাধারণ। সমাজে বিদ্বেষ সৃষ্টি করে। ক্যাটরিনা কার্টিসোভা ‘নিরাপত্তা এবং মানবাধিকার’ প্রবন্ধে লিখেন, ‘ভুল তথ্য দিয়ে পরিকল্পিত যে কন্টেন্ট তৈরি করা হয়, জনসাধারণের মাঝে তা চমকপ্রদ কায়দায় উপস্থাপন করে নিজে ভাইরাল হচ্ছেন ঠিকই কিন্তু জনসাধারণের দারুণ ক্ষতি হচ্ছে।’