• Tue. Mar 25th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দেশ-বিদেশের ব্রেকিং নিউজ

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৬!!

  • Home
  • পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৬!!

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের বহরপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে গুরুতর আহত তিনজনকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ লিখেছেন, বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পাবনার আমিনপুরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে স্থানীয় তাবিজ ফারুকসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্যামপুর ও গোবিন্দপুর সহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, সাগরকান্দির গোবিন্দপুরের মৃত আলী আকবরের ছেলে ফারুক সরদার ওরফে তাবিজ ফারুক (৩৫), শ্যামপুর এলাকার জামাল ওরফে কাঠ জামালের ছেলে আশিক (৩০) ও সাগরকান্দির আখের শেখের ছেলে হাসেম শেখ (২৮)। হাসেম তাবিজ ফারুকের নেতৃত্ব দেওয়া গ্রুপের ও আশিক ভিন্ন গ্রুপের সদস্য। তারা ওই এলাকায় অস্ত্র ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে ওই তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন। তবে আসামিদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, সাগরকান্দির অন্তত ৫-৭টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাবিজ ফারুক ও হাসেমকে গোবিন্দপুর থেকে ও আশিককে ওই এলাকার শ্যামপুরের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এই তিনজনসহ আরও বেশকিছু সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় নানা অপরাধ করে আসছিল। এর ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, ওই এলাকায় আরও সন্ত্রাসী ছিল, তিনজনকে পেলেও অন্যদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে। আটকদের রাতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবিজ ফারুক ও আশিকসহ ভিন্ন ভিন্ন কয়েকটি গ্রুপের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র দিয়ে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। পূর্বে আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় ও ৫ আগস্টের পর বিএনপি নেতাদের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। তবে ৫ আগস্টের পর তাবিজ ফারুক ও আশিক গ্রুপের সন্ত্রাসী কার্যক্রমে ব্যাপক গতি পেয়েছে। এরই মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এসব কয়েকটি গ্রুপের মধ্যে সাগরকান্দি বাজার ও আশেপাশের এলাকাগুলোতে কয়েকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে। এছাড়া অস্ত্রের মুখে স্থানীয় ব্যবসায়ীদের থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তাবিজ ফারুক, তার ভাতিজা ফারদিন, সহযোগী সাইদুর ও হাসেমের বিরুদ্ধে। গোবিন্দপুর কারিগর পাড়ায় এক প্রবাসীর বাড়ি দখলে নিয়ে গড়ে তুলেছেন একটি আস্তানা। অস্ত্র তৈরিসহ সেখান থেকে তাদের সকল অপরাধ কার্যক্রম সংঘটিত হয়।

সূত্র মতে, এতদিন প্রশাসন বা অন্য কেউ ওই আস্তানায় প্রবেশ করতে সাহস দেখায়নি বলেও তথ্য রয়েছে। এছাড়া চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে গত ৫ ডিসেম্বর আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুরে বিএনপি নেতা পরিচয় দেওয়া তাবিজ ফারুকের ভাতিজা ফারদিন তার চাঁদাবাজির সহযোগী সাইদুরকে গুলি করেন। এ ঘটনা গোপন রাখতে সরকারি হাসপাতালে না গিয়ে পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন সাইদুর। এছাড়া আমিনপুরে বালু উত্তোলন, জলাশয় ও বাজার দখলসহ নানা কারণে প্রতিনিয়তই ঘটছে হামলা, মারধর ও সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা। প্রকাশ্যে চলছ মাদক বিক্রি ও সেবন। এসব কর্মকাণ্ডে তাবিজ ফারুক ও আশিক গ্রুপসহ কয়েকটি গ্রুপের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছরের মতো হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

পাবনার সাঁথিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে  সাঁথিয়া পৌর বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও ‍ যুবদল নেতা জাহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বিশিষ্ট সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ত্ব এম, এ আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খাইরুন নাহার মিরু, যুগ্ন আহবায়ক মীর নাজমূলবারি নাহিদ। এ সময় আরও বক্তব্য দেন পৌর কৃষকদলের সাবেক আহবায়ক নুরুল আমিন নান্নু, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, সাবেক ছাত্র নেতা আশিক ইকবাল রাসেল প্রমূখ্ এ ছাড়া বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য দেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়বিশেষ দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের মুয়াজ্জিন মিন্টু।

এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা ও মারধরসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে। এনিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় কর্মরত একাধিক সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মূলধারার সকল সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে জমি দখল, বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসা এমন কিছু নেই যে তার বিরুদ্ধে অভিযোগ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতার কারণে ৫ আগস্টে তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন তিনি। কিন্তু পটপরিবর্তনে বিএনপিপন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন মোবারক। যা নিয়ে মূলধারা সাংবাদিকরা বিব্রত ছিলেন।

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা চলছে।

 

পাবনা জেলা সংবাদদাতা:

মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় পর্যায়ক্রমে গ্রামের ৮-১০ জন কে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে চিহৃিত মাদক ব্যবসায়ী কুরমান গংদের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী কুরমানের বাড়ি (মাদকের আস্তানা) অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।  ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের অন্তর্গত টাংবাড়ি (মাষ্টিয়া রেল লাইন সংলগ্ন) গ্রামে।

 আমিনপুর থানায়  বিদ্যমান মাদক মামলা (আমিনপুর থানার এফআইআর নং-০৭ তারিখ -০৫ জুলাই ২০১৮ ও আমিনপুর থানার এফআইআর নম্বর -০৪ তারিখ ৪ঠা নভেম্বর ২০২৪) থেকে নিশ্চিত হওয়া যায় কুরমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া ঐ এলাকায় চালানো অনুসন্ধানে জানা যায়, টাংবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে কুরমান (৩২) দীর্ঘদিন যাবৎ মাদকের (গাঁজা ও ইয়াবা) রমরমা ব্যবসা করে আসছিল।

এলাকাবাসী জানায়,মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায়  কুরমান ও তার পরিবারের সদস্য গণ  মাষ্টিয়া গ্রামের মৃত গফুরের ছেলে নুরুল (৪৫) মারধর করে। এরপর চলতি মাসের ৪ তারিখ মাষ্টিয়া গ্রামের মৃত যদুর ছেলে শাহীন (৪৫),০৬ তারিখে একই গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে সালাম (৪০),  ০৭ তারিখে মৃত আলাউদ্দিন শেখের ছেলে আলীম (৩৫) কে মারধর করে। 

এরপর  ঘটনার দিন ০৯ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে  বহিরাগত ১০-১৫ সহ এলাকার মধ্যে ঢুকে এলাকাবাসীর উপর আক্রমণ চালায় কুরমান গং। এ ঘটনায় মাষ্টিয়া গ্রামের রহিম ফকিরের ছেলে জিন্দার (৪৫) ও আমজাদ (৩৬) গুরুতর আহত হয়। এছাড়াও মরিচপুরান গ্রামের আজমত শেখের ছেলে সাব্বির (১৮),কবির ফকিরের ছেলে তারেক (২৬) ও লোকমান মোল্লার ছেলে নজরুল (৪৫) আহত হয়। গ্রামের মধ্যে বহিরাগত নিয়ে হামলা চালানোর ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। এসময় তারা মাদক ব্যবসায়ী কুরমানের বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এতে  বাড়ির ০৪টি ঘর সম্পূর্ণ রুপে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এ ঘটনায় আমিনপুর থানায় কুরমানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে আমিনপুর থানা পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।  আসামীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। তবে বিষয়টা মাদক সংক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে।

পাবনার চাটমোহরে বেললাইনের উপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী।

তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। পরনে ছিল প্যান্ট ও জামা।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘বুধবার সকালে  রেলওয়ে কন্ট্রোল এর মাধ্যমে খবর পেয়ে  চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আব্দুল কায়ুম:
মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণত এর পণ্যের মান অক্ষুন্য রাখতে ও আসাধু ব্যবসায়ীদের প্রতিরোধে সোমবার
(১০মার্চ) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর সমন্বয়ে পাবনা শহরে এ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে-
মেসার্স ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউজ, হামিদ রোড,পাবনা প্রতিষ্ঠানটির বোরহানী পণ্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ,ওজন, মূল্য ও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায়”৫,০০০.০০ (পাঁচ হাজার ) টাকা জরিমানা করা হয়।
মেসার্স কে আর এম ফুড, রুপকথা রোড,পাবনা প্রতিষ্ঠানটির চানাচুর এবং মোনাক্কা পণ্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ,ওজন, মূল্য ও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায়” ২,০০০.০০ (দুই হাজার ) টাকা জরিমানা করা হয়।
মেসার্স আরমানীয়া ফুড, রুপকথা রোড প্রতিষ্ঠানটির মোড়কজাত নিবন্ধন সনদের নির্দেশনা না মানায় ” ২,০০০.০০ ( দুই হাজার ) টাকা জরিমানা করা হয়।

মেসার্স বনলতা সুইটস এন্ড বেকারী, হামিদ রোড,পাবনা প্রতিষ্ঠানটির ডেকোরেটেড কেক পণ্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ,ওজন, মূল্য ও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায়” ৪,০০০.০০ (চার হাজার ) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং মোঃ আব্দুল আলিম , পাবনা এর নেতৃত্বে জনাব প্রকৌঃ রকিবুল হাসান রিপন, ফিল্ড অফিসার ( সি এম ) এবং প্রকৌঃ তাহসিন মাহমুদ,পরীক্ষক (মেট্টোলজি) বিএসটিআই আঞ্চলিক অফিস, পাবনা প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন। বিএসটিআই , পাবনা এর অভিযান অব্যাহত থাকবে।

পাবনার সাঁথিয়ায় আওয়ামীলীগের গোপন মিটিং শেষে
৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার। বিএনপি কর্মী আহত। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটেছে।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিকবার নামের এক বিএনপি কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো। ৯ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়ার সাথে সাথে গুলি এবং বোম মারতে থাকে আওয়ামীলের ২০০/৩০০ নেতাকর্মীরা।সে সময় দেশবিরোধী স্লোগান দিতে থাকে তারা। ককটেলের আঘাতে বিএনপি কর্মী আফড়া গ্রামের হাচেন সরদারের ছেলে নিকবার সরদার গুরুত্বর আহত হয়।তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে পাবনা সদর হাসপাতালে রেফারাল করে।তার আত্মীয়স্বজনর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।

এলাকাবাসী জানান, এতো অপকর্ম করার পরও সাঁথিয়ায় এখনো আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। শশদিয়া প্রাথমিক বিদ্যালয়টি ফাঁকা জায়গায় হওয়ায় তারা এই স্থানটি বেছে নিছে। রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দে গুলাগুলি এবং বোমা মারার শব্দ পাওয়া গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন,৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার হয়েছে।একজন পথচারী আহতর খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *