• Sat. Dec 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ডিবির অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি:
পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান ও একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের দিয়ারবাঘইল এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে সম্প্রতি মাদক, অস্ত্র ও অপরাধ দমনে ডিবি পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে।

তারই অংশ হিসেবে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফসহ একটি চৌকস দল পাকশির দিয়ারবাঘইল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় যুবক হুসাইন মোহাম্মদ জিৎ (১৯)–এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ১০-চেম্বারবিশিষ্ট একটি রিভলবার উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুসাইন জিয়তের বিরুদ্ধে Arms Act, 1878-এর 19A ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *