• Sat. Dec 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা মেডিকেল কলেজে হিস্ট্রি অব মেডিসিনেরউপর প্রেজেন্টেশান অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি
পাবনা মেডিকেল কলেজে বুধবার হিস্ট্রি অব মেডিসিনের উপর গুরুত্বপুর্ণ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসা শাস্ত্রের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপুর্ণ প্রেজেন্টেশন উপস্থান করেন আর্মস ফোর্সেস মেডিকেল সার্ভিসেস’র সাবেক মহাপরিচালক ও দেশের বিশিস্ট মেডিসিন বিশেষজ্ঞ মেজর জেনারেল(অব.) ডা. রবিউল হোসেন। এসময় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, ক্যাপ্টেন(অব.)কামরুল হোসেন, ডা. ক্যাপ্টেন(অব.)আনিসুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএম শাফিকুল হাসান, চক্ষু বিভাগের অধ্যাপক আমিনুর রশিদ আকন্দ, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ, পাবনা মেডিকেল কলেজের এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম শুভ, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মাসুদুর রহমান প্রিন্স প্রমুখ উপস্থি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *