• Sat. Dec 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ভাঙ্গুড়ায় নকল দুধের কারখানায় অভিযান: ব্যবসায়ীর ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কেমিক্যাল মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগে মো. মিজান আলী (২৮) নামের এক ব্যবসায়ীকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর পাঁচপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। মিজান আলী ভাঙ্গুড়া ইউনিয়নের মেন্দা পশ্চিম পাড়ার মৃত. গোলাম মোস্তফার ছেলে ও চিহ্নিত নকল দুধ ব্যবসায়ী।

জানা যায়, মিজান আলী দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তিনি ওই গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে গোপনে এই কাজ করতেন।

অভিযান পরিচালনাকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল থেকেই তাকে আটক করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং উৎপাদিত ৮ লিটার নকল দুধ জব্দ ও ধ্বংস করা হয়।

জিজ্ঞাসাবাদে মিজান আলী স্বীকার করেন যে, তিনি এই অবৈধ ব্যবসা তার ভাই মোঃ ফারুক হোসেনের সঙ্গে যৌথভাবে পরিচালনা করে আসছেন। ফারুককে ইতোমধ্যে ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে এলাকায় চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনস্বাস্থ্যে হুমকি সৃষ্টি করে এমন খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ কারখানার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেননি। তারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত মূল হোতাকে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন।

ছবি: আটককৃত নকল দুধ ব্যবসায়ী মিজান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *