• Sat. Dec 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

এবারের সংসদ নির্বাচনে কঠোর আচরণবিধি:প্রার্থীর সর্বোচ্চ ব্যয় সীমা ২৫ লাখ

মোঃ সিয়াম,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) কড়াকড়ি আচরণবিধি জারি করেছে। সুশৃঙ্খল ও অর্থের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে প্রচারে নতুন বিধিনিষেধ আরোপের পাশাপাশি প্রার্থীদের ব্যয়-সীমাও নির্ধারণ করা হয়েছে নতুনভাবে।

ইসির জারি করা আচরণবিধিতে এবার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে দেয়াল-লিখন, পোস্টার, স্টিকার ও রঙিন প্রচার-উপকরণ। নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া ব্যানার–ফেস্টুনও ব্যবহার করা যাবে না। প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আনা হয়েছে কঠোর নিয়ম—প্রতিটি প্রার্থীকে তাদের প্রচারণার অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্ট নির্বাচন কর্মকর্তার কাছে জানাতে হবে। ডিজিটাল অপপ্রচার, গুজব, কিংবা এআই-প্রযুক্তি ব্যবহার করে জনমত প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে ইসি এবার কঠোর অবস্থান নিয়েছে। প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই মোট ব্যয় ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না। ব্যয়ের পাশাপাশি প্রার্থিতা দাখিলের জামানতও বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

ইসি জানিয়েছে, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখা, কালো টাকার ব্যবহার ঠেকানো এবং সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বিধি লঙ্ঘন করলে জরিমানা, মামলা কিংবা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *