
ফারদিন জামান:
পাবনা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি ও প্রবীণ হিতোষীর সম্মানিত সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জহির আলী কাদেরীর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব তার নিজ বাসভবনে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক পাবনার আলো-এর প্রকাশক ও সম্পাদক মাফুজ আলী কাদেরীর উদ্যোগে ঘরোয়া হলেও ছিল বর্ণাঢ্য আয়োজন।
দোয়া মাহফিলে অংশ নেন পাবনা উকিল বারের বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি অ্যাডভোকেট জহির আলী কাদেরীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার শুভাকাঙ্ক্ষী আতিয়ার হোসেন, আব্দুল্লাহ আল আমিন, বদরুজ্জামান, হাফেজ আক্তার হোসেন, বাকি, অনন্যা কল্যাণ সংস্থার সদস্যসহ আরও অনেকে।
মাহফিলে মহান আল্লাহ তায়ালার দরবারে তার দীর্ঘ সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে নৈশ ভোজ পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনে এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।
