
নিউজ:
পাবনার আটঘরিয়া থেকে নিখোঁজ হওয়া দুই মাস বয়সী শিশু আদিল হাসানকে ১৬ ঘণ্টা পর বগুড়ার আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে দক্ষিণ হারুলপাড়া গ্রামের মামুন হাসানের শিশু পুত্রকে তার স্ত্রী গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় ফুপু রুনা আক্তার রাবেয়ার কোলে দিয়ে রাখেন। সুযোগ বুঝে রুনা আক্তার শিশুটিকে নিয়ে গোপনে আদমদীঘির মটপুকুরিয়া গ্রামে তার দ্বিতীয় স্বামী আইয়ুব আলীর বাড়িতে চলে যান।
পরে দীর্ঘ সময় ধরে সন্তানকে না পেয়ে শিশুর বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন এবং রুনার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। হতাশ হয়ে শিশুটির বাবা আটঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মোবাইল ফোনের সূত্র ধরে রোববার সকাল ৬টার দিকে আদিলের বাবা-মা মটপুকুরিয়া গ্রামে পৌঁছে শিশুটিকে শনাক্ত করেন। স্থানীয়দের সহায়তায় রুনা আক্তারকে আটক করে রাখা হয়।
ঘটনার পর ৯৯৯-এ ফোন করলে আদমদীঘি থানা পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং রুনা আক্তারকে থানায় নিয়ে যায়। পরে শিশুকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। তবে মামলা না করায় মুচলেকা নিয়ে রুনা আক্তার রাবেয়াকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান।
