• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আতাইকুলায় মাহে রমাজানকে স্বাগত জানিয়ে ইউনিয়ন জামায়াতে বর্ণাঢ্য র‍্যালি 

oplus_0

আহলান সাহলান পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাইকুলা ইউনিয়ন শাখার উদ্দোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়  ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় র‍্যালিটি আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডলের নেতৃত্বে ঢাকা-পাবনা মহাসড়কের গঙ্গারামপুর বাজার হইতে পীরপুর এবং কাছারপুর ঘুরে গঙ্গারামপুর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সিরাজী। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল। 

সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। তাই এই মাসের সম্মানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ , মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নির্বিচির্ণ বিদ্যুতের সরবরাহের আহ্বান জানান

তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মোঃ নুরুন্নবী, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আলিম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ শাহাদত হোসেন, সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সেক্রেটারি মোঃ হবিবুর রহমান সহ জামায়াত ও  শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

র‍্যালিতে আতাইকুলা ইউনিয়নের জামায়াত শিবিরের নেতা-কর্মী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লী  মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *