• Mon. Aug 11th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক!!

০৯ জুলাই ২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় এবং পরবর্তীতে দিবাগত রাত ০৩:০০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি ও পাবনা সদর থানাধীন গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি:

 নাম: মোঃ আবু বক্কার (৫৪)
 পিতা: মোঃ আয়েজ উদ্দিন প্রাং
 সাং: গোপালপুর
 ইউপি: মালিগাছা
 থানা: পাবনা সদর
 জেলা: পাবনা

তার হেফাজত থেকে জব্দকৃত আলামতসমূহঃ

১। একটি নীল রঙের পলিব্যাগে থাকা ০৫টি ছোট কাগজের বক্স, প্রতিটিতে ১০টি করে ১২-বোর তাজা কার্তুজ, মোট ৫০টি।

প্রতিটি কার্তুজের গায়ে FIOCCHI, JK6 38 feltro, 70mm লেখা রয়েছে।

পারকিউশন ক্যাপে লেখা: 12 FIOCCHI 12 ITALY

একটি Samsung Galaxy A15 5G মোবাইল ফোন (IMEI: 351766310280905/357475530280901), সংযুক্ত সিম নম্বর: 01792183121

২। একটি টিস্যু কাপড়ের ব্যাগে রাখা আরও ০৬টি ১২-বোর কার্তুজ, যার মধ্যে:

০৩টি টিয়া রঙের,

০২টি খয়েরী রঙের,

০১টি সাদা রঙের প্লাস্টিক বডি বিশিষ্ট কার্তুজ

প্রতিটির পারকিউশন ক্যাপে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন রয়েছে

একটি লোহার তৈরি সচল ওয়ান-শুটার গান, যার ব্যারেলের দৈর্ঘ্য ৮.৭ ইঞ্চি এবং বাটসহ মোট দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। এতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *