• Mon. Aug 11th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পাবনার দৈনিক পাবনার চেতনা নামের একটি স্থানীয় দৈনিকের বিতর্কিত সাংবাদিক, একাধিক চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, ভাংচুর, হুমকিধামকি ও মানহানিকর ঘটনার অভিযুক্ত ও দেশের প্রচলিত আইনে মামলার আসামী এসএম আদনান উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ভুক্তভুগি মহল। গত ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে সামাজিক যোগাযোগর মাধ্যমে প্রচারিত দৈনিক পাবনার চেতনার সাংবাদিক এসএম আদনান উদ্দিন সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন। তিনি উল্লেখ করেছেন তার বাবা মরহুম আজিম উদ্দিন অনন্য সমাজ কল্যান সংস্থায় ১৯ বছর কর্মরত ছিলেন বিষয়টি মিথ্যা সংস্থার রেকর্ড অনুযায়ী তার বাবার যোগদানের তারিখ ০১.১০.২০২৩ ইং এবং তার কর্মকাল ১০ বছর ০৯ মাস ২৭ দিন। তিনি আরো উল্লেখ করেন তার বাবা মৃত্যুবরন করার পর তার বাবার চাকুরী কালীন সময়ের পাওনা জনাব মাহফুজ আলী কাদেরীর কাছে গেছেন এবং মাহফুজ আলী কাদেরী গড়িমুসি করে এবং তাদের হক থেকে বঞ্চিত করেন এটা সম্পর্ন বানানো মন গড়া কথা। উল্লেখ্য মাহফুজ আলী কাদেরী অনন্য সমাজ কল্যান সংস্থার কোন কার্যক্রম পরিচালনার কর্তৃপক্ষ নন তিনি বিগত ২০.০৬.২০১৫ ইং তারিখে গভর্নিং বডির সভায় তার শারীরিক অসুস্থতার কারনে নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করে নতুন নির্বাহী পরিচালকের নিকট দায়িত্ব যথাযথ আইনি পক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করেন যাহা নোটারী পাবলিক, পাবনা, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত বিদায়ী নির্বাহী পরিচালকের ছাড়পত্রের হলফনামা অফিসে সংরক্ষিত রয়েছে। মরহুম আজিম উদ্দিনের চাকুরীকালীন সময়ের সমুদয় পাওনা টাকা বিগত ২০.০৮.২০২৩ ইং তারিখে সংস্থার প্রধান কার্যালয় থেকে তার স্ত্রী মোছাঃ শাহানারা পারভীন, আইএফআইসির একটি একাউন্ট- পে চেক গ্রহন করেন মরহুম আজিম উদ্দিনের স্ত্রী একাউন্ট নম্বর ০৯৪১১২০০১১২৭৯, আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ. পাবনা। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষসহ ও মোছাঃ শাহানারা পারভীন এর আপন ভাই ও অনন্য সমাজ কল্যাণ সংস্থার সাবেক এরিয়া ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন। এস এম আদনান উদ্দিন আরো প্রচার করেন জনাব মাহফুজ আলী কাদেরী সংস্থা থেকে ৩৭ কোটি টাকা আত্নসাৎ করেন বিষয়টি সম্পূর্ন মিথ্যা বানোয়াট মিথ্যা ভিত্তিহিন। মাহফুজ আলী কাদেরী সংস্থার দায়িত্ব অনেক আগে ছেড়ে দিয়েছেন। সংস্থার কোন দায়িত্বে না থেকে কোন ব্যক্তি ৩৭ কোটি টাকা আত্নসাৎ করতে পারেন না এবং সংস্থার এ ধরনের কোন তথ্য উপাত্ত কখনোই প্রমানিত হয়নি। এখানে সংস্থার টাকা আত্নসাৎ করেছেন মূলত সাবেক নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত, সাবেক উপ-পরিচালক মোঃ মতিউর রহমান ও অন্যান্য ব্যক্তি। সংস্থা কর্তৃক তাদের বিরুদ্ধে পাবনা জর্জ কোটে মামলা চলমান রয়েছে। এছাড়ার মরহুম আজিম উদ্দিনের আপন ভাতিজা ও এসএম আদনান উদ্দিনের চাচাতো ভাই মোঃ বাবুল আক্তার প্রায় ১৮ লক্ষ টাকা প্রতিষ্ঠান থেকে আত্নসাৎ করেন বর্তমানে বাবুল আক্তারের নামে পাবনা জজ কোর্টে সংস্থা কর্তৃক মামলা চলমান রয়েছে। অনন্য সমাজ কল্যান সংস্থা ১৯৮৩ সাল থেকে পাবনা জেলায় অতি সুনামের সহিত বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ প্রতিষ্ঠানটি জাতীয় পুরস্কার সহ ১৮ টি পুরস্কার গ্রহন করেছেন। মিথ্যা তথ্য প্রচার করে সংস্থার সুনাম ক্ষুন্ন হয়েছে যেটা খুবি দু:খজনক। যে বা যারা অনন্য সমাজ কল্যান সংস্থার সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে সংস্থা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সামাজিক যোগাযোগর মাধ্যমে দৈনিক পাবনার চেতনা পত্রিকার সাংবাদিক এস এম আদনান উদ্দিন যে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এ বিষয়ে সকল প্রমান সহ সংস্থা থেকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

বরনা খাতুন
নির্বাহী পরিচালক অনন্য সমাজ কল্যান সংস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *