
জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোন প্রকার কারসাজী মেনে দেওয়া হবে না। যদি রমজানে দ্রব্যমুল্যে নিয়ে কেউ কারসাজী করে তবে শুধু অর্থদন্ড নয়, কারাদন্ডও প্রদান করা হবে।
গতকাল রোববার (০২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের বড়বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
এ সময় চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশিদ ও মুনাফার হার তদারকি করা হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, কনজুমারের এসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান, বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল আল মাহমুদ মান্নান মাস্টার, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।