• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

একদন্তে ইকবাল ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

মোঃ সিয়াম

পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে (৪ মার্চ) মঙ্গলবার বিকেল থেকে প্রায় সাত শতাধিক মুসল্লির উপস্থিতিতে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ইকবাল হোসেন ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সরওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আটঘরিয়া উপজেলার আহবায়ক আতাউর রহমান রানা,

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী একদনত ইউনিয়ন শাখার আমীর মওলানা মোহাম্মদ আব্দুল মালেক, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী আকু, সাবেক অধ্যক্ষ
পুষ্পপাড়া কামিল মাদ্রাসার মোঃ আব্দুল হাই বাচ্চু সহ এলাকার সর্বস্তরে সাধারণ জনগণ।

এ সময় ব্যাপক ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত হাদিস সংক্রান্ত আলোচনা, দোয়া ও ইফতার বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *