
কাজিরহাট পাবনা থেকে
পতিত স্বৈরাচারের ধরাবাহিকতায় জনভোগান্তি দিতে যেন বদ্ধ পরিকর সরকারের প্রায় সকল অর্গান। ঘটনাটি গতকালের পাবনার কাজিরহাট ফেরিঘাট এ। স্থানীয় ফেরিঘাট কর্তৃপক্ষ এর সাথে কথা বলে এবং সরেজমিনে প্রত্যক্ষ পরিদর্শনে জানা যায় বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে শতশত অপেক্ষমান গাড়ি, শিশু,,মহিলা, বৃদ্ধ ও অনেক অসুস্থ সাধারন যাত্রীদের হয়রানি উপেক্ষা করে একজন ভিআইপি যাত্রি ( ভিসি নওগা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব:) ও তার গুটিকয়েক সহযোগির সেবা দিতে গিয়ে একটা রো রো ফেরি (বীর শ্রেষ্ঠ হামিদুর

রহমান) অপেক্ষমান রাখা হয়, আবার একই সময়ে আরিচা ঘাট থেকে এসে আর একটি ফেরি (শাহ আলী) ও আনলোড না করতে পারার কারনে যাত্রী দুর্ভোগ চরমে উঠে। এ জাতীয় জনদুর্ভোগের প্রসঙ্গে নওগা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে আলাপ করতে গেলে তিনি এ প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরন করে সংশ্লিষ্ট নির্বাহি কর্মকর্তার সাথে আলাপ করতে বলে ভিভিআইপি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। আমরা এ সকল তথাকথিত ভিভিআইপি এর অত্যাচার থেকে মুক্তি চাই।