• Sun. Jan 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

হাজার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় রাজনৈতিক রইজ উদ্দিন সরর্দার এর দাফন সম্পুর্ন।

আব্দুল কাইউম : পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সহ – সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক  শ্রম বিষয়ক সম্পাদক ও সাঁথিয়া উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সরর্দার এর দাফন সম্পুর্ন হয়েছে। তাঁর বর্ণাঢ্য  রাজনৈতিক জীবনে একনিষ্ঠা ভাবে শ্রমিক মেহনতি সাধারণ জনগণের সেবায় নিজেকে আত্মনিবেদিত করেছিলেন। 

১৯ ডিসেম্বর বিকেল ৫. ০০টায় পাবনা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। 

২০ ডিসেম্বর সকাল ১১.০০ টায় করমজা ঈদগাহ ময়দানে  নামাজের জানাজা শেষে সাঁথিয়া উপজেলাধীন করমজা কেন্দ্রীয় কবরস্থানে হাজার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে মরহুমের দাফন প্রক্রিয়া সম্পুর্ন করা হয়।

Exif_JPEG_420

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *