• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

কুলনাশা বাউল সংঘের আয়োজনে ৬ দফা দাবীতে মানবন্ধন ও
বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি:
পাবনায় কুলনাশা বাউল সংঘের আয়োজনে ৬ দফা দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাউল
সাধক, ফকির শিল্পিরা।  বুধবার দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন
করেন। পরে বিভিন্ন দাবী বেষ্টিত ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে পাবনা জেলা
প্রশাসকের নিকট স্মারকলীপি প্রদান করেন।
জাতীয় পর‌্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬দফা দাবীর  মধ্যে রয়েছে, প্রতিটি জেলা উপজেলা ভিত্তিক
বাউল চত্ত্বর প্রতিষ্ঠা,বিজ্ঞান ভিত্তিক যৌত্তিক উদার মানবতাবাদী ও সম্প্রিতিমূলক অসাম্প্রদায়িক
 শিক্ষার ব্যবস্থা করতে হবে, দোল/ বসন্ত পূর্ণিমা জাতীয় বাউল দিবস, একতারাকে জাতীয় বাদ্যযন্ত্রকরণ,
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে স্বসম্মানে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে।
বাউল রাজি পাবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাউল ফকির আশরাফুল, আব্দুস সাত্তার, তোফাজ্জল হোসেন
তোফা, কমরেড শাহিন, আরিফুজ্জামান,পিয়াস বর্মন, অধম রুবেল ও তৃনমূল বাউল ফকিরেরা।
খালেকুজ্জামান পান্নু
পাবনা।
২৩-০৮-২০২৩ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *