
পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নে সৌদি প্রবাসির স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে এলাকাবাসীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে একই এলাকার সোহেল নামে এক লম্পট ও চরিত্রহীন।
আটককৃত সোহেল ,মালিগাছা ইউনিয়নের বারইপাড়া এলাকার মৃত ফজলুল হক’র ছেলে।
সোমবার (১৪ এপ্রিল) অনুমানিক রাত ৭:৩০ মিনিটের দিকে পাবনা সদর উপজেলার টেবুনিয়া ফার্ম এলাকায় এমন ঘটনাটি ঘটেছে,
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, টেবুনিয়া বারইপাড়া এলাকার ফজলুল হক’র ছেলে লম্পট সোহেলের জ্বালায়, এলাকার বউ বেটিরা অতিষ্ট হয়ে পড়েছে। সে এ পর্যন্ত অনেক মেয়ের সর্বনাশ করাসহ অনেক প্রবাসীর সংসার ভেঙ্গে দিয়েছে।
সে বহু নারীতে আসক্ত।
বর্তমানে সে দুই সন্তানের জনক। সে একের পর এক অপকর্ম করে গেলেও তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসী আরো বলেন, টেবুনিয়া বারইপাড়া এলাকার মৃত আবুল হোসেন ছেলে প্রবাসী শাহীনের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে তার অবৈধ সম্পর্ক চলে আসছিল।
এরই পরিপ্রেক্ষিতে গত১৪ এপ্রিল রাতে টেবুনিয়া ফার্মের ভিতরে শাহীনের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গেলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় পেনু, বকুল,বিপুল, সোলাইমান, মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেন।
এ লম্পট ও দুশ্চরিত্র সোহেলের কারণে এলাকার সকলকে বাহিরের লোকের কাছে ছোট হতে হয় তাই তার উপযুক্ত বিচার দাবি করেন এলাকাবাসী।
এব্যাপারে জানতে অভিযুক্ত সোহেলের বাড়িতে গেলে কেউ কথা বলতে রাজি হননি।
সোহেলের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সৌদি প্রবাসী শাহীনের বাড়িতে গেলে তারা বলেন, এব্যাপারে স্থানীয়
বকুল,বিপুল, সোলাইমান, আলতাফ হোসেনের সঙ্গে কথা বলতে হবে।
সুতরাং তার সাথে কথা না বলে এব্যাপারে আমরা কোন কথা বলতে পারব না।
মালিগাছা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড বারুইপাড়া সিট গোডাউন এলাকার পেনু,পিতা:মৃত কালা স্কেন, সামসুল পিতা:কাদু, বকুল, পিতা:নবাব ফকির, বিপুল,পিতা:আক্কাস, সোলাইমান, পিতা:ওমেদ আলী, আলতাফ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত সোমবার রাত ৭:৩০টার দিকে স্থানীয় কিছু লোক সৌদি প্রবাসী শাহীনের স্ত্রীর সাথে সোহেলের আটকের বিষয়ে আমাকে জানান। পরে সেখান থেকে যে কোন ভাবে সোহেল ছাড়িয়ে আনতে অনুরোধ করলে আমিরা বাধ্য হয়ে সঠিক বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে আনি। টাকা-পয়সার লেনদেন হয়নি।
অভিযোগ রয়েছে, টেবুনিয়া সিট গোডাউন বারুইপাড়ার
বকুল,বিপুল, সোলাইমান, আলতাফ হোসেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর, যখন যে দলে ক্ষমতায় আসে, তখন সেই দলের লোক হয়ে অপকর্ম করেন।
এ বিষয়ে এলাকাবাসী আরো জানান, অভিযুক্ত সোহেল লম্পট ও চরিত্রহীন প্রকৃতির, পূর্বে এরকম ঘটনা আরো ঘটিয়েছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে সুস্থ তদন্ত করে আইন অনুব ব্যবস্থা নেয়া হবে।