• Mon. Jul 7th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

প্রেসক্লাব পাবনা’র উদ্যোগ সাংবাদিক আব্দুল মজিদ (দুদুর)স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রেস ক্লাব পাবনা’র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড, ঢাকা র চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়সাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ প্রমুখ।

দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন রাজু বলেন আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা জগতে এক অনন্য উদাহরণ। তিনি জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। তিনি আরো বলেন সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই আমাদের মডেল ছিলেন। আমরা সব সময়ই তাকে অনুকরণ ও অনুসরণ করে চলতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *