• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ফখরুল

Byদৈনিক পাবনার আলো

Aug 14, 2024 #abu sayed, #abu sayed 2024, #abu sayed ar drawing, #abu sayed dead, #abu sayed death, #abu sayed gojol, #abu sayed mother, #abu sayed news, #abu sayed profile, #abu sayed protest, #abu sayed quota andolon, #abu sayed quota andolon death, #abu sayed quota andolon family, #abu sayed rangpur, #abu sayed song, #abu sayeed, #abu sayeed quota movement, #police shot abu sayed, #shahid abu sayed drawing, #sohid abu sayed, #sohid abu sayed song, #sohid abu sayed song 2024, #who was abu sayed, #আবু সাঈদ, #আবু সাঈদ ২০২৪, #আবু সাঈদ এর গান, #আবু সাঈদ এর গান dj, #আবু সাঈদ শুধু এক পরিবারের সন্তান নয়, #আবু সাঈদের কবর জিয়ারত, #আবু সাঈদের গজল, #আবু সাঈদের গান, #আবু সাঈদের গান ডিজে, #আবু সাঈদের জারি গান, #আবু সাঈদের বাড়িতে ড. ইউনূস, #আবু সাঈদের ভাস্কর্য, #এটা আবু সাঈদের বাংলাদেশ, #গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ, #বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, #রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ডে, #শহীদ আবু সাঈদ, #শহীদ আবু সাঈদ কে নিয়ে গান, #শহীদ আবু সাঈদের গান, #সবার সন্তান আবু সাঈদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ নেতাকর্মীরা যাবেন।

জানা গেছে, বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন। এরপর জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে।গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *