• Tue. Dec 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দেশ ছেড়েছে শেখ হাসিনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের

শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

সেনা প্রধান
ছবির ক্যাপশান,সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

”আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।”

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিম গভর্মেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।”

তিনি বলেন, ”আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।”

সোমবার রাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি জানান।

তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনী ও পুলিশকে গোলাগুলি না করার জন্য আদেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হন। প্রতিটা অন্যায়ের বিচার হবে।”

আলোচনায় কারা কারা ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন।

তবে সেখানে আওয়ামী লীগের কোন প্রতিনিধি ছিলেন না বলে তিনি জানিয়েছেন।

দেশ ছেড়েছেন শেখ হাসিনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে এক ‘গণঅভ্যুত্থানে’ পতন ঘটলো শেখ হাসিনা সরকারের। গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে। অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন মিজ হাসিনা। বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর এবার প্রধান বিচারপতি বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল লোক কাকরাইল মোড়ে অবস্থিত ওই বাসভবনে ঢুকে পড়ে।

এর কিছুক্ষণ পর ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেছে। এছাড়া গণভবনের মতো এখান থেকেও অনেক মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

তবে তখন প্রধান বিচারপতি ওই ভবনে অবস্থান করছিলেন কী-না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

২১ মিনিট আগে ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিকাল পৌনে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আপাতত ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

তিনি জানান, সেখানকার ইমিগ্রেশনের সব পুলিশ সদস্যরাসহ অন্যান্য সব বিভাগের লোকজন চলে গেছেন। শুধুমাত্র বিমান বাহিনীর সদস্যরা ছাড়া সেখানে আর কেউ নেই।

ফলে বিমানবন্দরের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

গণভবনের পর প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে মিজ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ।

এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *