• Sat. May 17th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবিপ্রবি ছাত্র হল-২ এর প্রথম প্রভোস্ট ড. কামরুজ্জামান কে ব্যবসায় প্রশাসন ১৬তম ব্যাচের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : ঈশান হোসেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল-২ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “ছাত্র হল-২ এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই আস্থার জন্য। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং পাঠযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “হলের সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।”

নিয়োগপত্রে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রভোস্ট ভাতা প্রাপ্ত হবেন। বর্তমানে অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় তিনি অতিরিক্তভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পরবর্তীতে ব্যবসায় প্রশাসন ১৬ তম ব্যাচের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি – মো: আমির হামজা, মো রাব্বি হাসান বিশাল, সারোয়ার হোসেন, মাকিন বিশ্বাস, রাইসুল, অরন্য সহ ১৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *