
আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নগর চাচকিয়া গ্রামে হোসাইন (১৫) নামে ধান কাটার এক শ্রমিক নসিমন থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেছে। ঘটনাটি ঘটেছে ৩ মে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে। সে নগর চাচকিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসাইন আটঘরিয়ার সিংহরিয়া গ্রাম থেকে তার পিতাসহ অন্যান্য শ্রমিকদের সাথে নিজ বাড়িতে যাচ্ছিল। উক্ত গ্রামের ছবেদ আলীর বাড়ির পাশে আসলে হঠাৎ নসিমন থেকে বস্তাসহ ছিটকে রাস্তায় পড়ে যায়।
এসময় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনাস্থল আটঘরিয়া থানা পুলিশ পরিদর্শন করেছেন।