
পাবনা জেলা এনএসআই এর, তথ্য ও সহযোগিতায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল আলম এর নেতৃত্বে, শনিবার (২৬ এপ্রিল) অবৈধ বালুমহল থেকে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আমিনপুর দক্ষিণপাড়া মাঠ পয়েন্ট থেকে বালু উত্তোলনকারী

সদস্য মোঃ তরিকুল ইসলাম রতন,পিতা মৃত মজিবর উদ্দিন মৃধা,গ্রাম চকভরিয়া, আমিনপুর,বেড়া কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, জরিমানা অনাদায়ে ০২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এবং কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্ট থেকে ফরিদুল ইসলাম, পিতা-

মোহাম্মদ আবু বক্কর,গ্রাম সাগোয়ালমারী, কালীহাতী, টাঙ্গাইলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জানা যায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের সাথে জরিত ছিলেন। এছাড়াও এ অভিযানে ২ টি ভেকু, ও ৩ টি ট্রাক জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী,এনএসআই ও আনসার বাহিনীর সদস্যরা।