
১ই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
ও শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘরিয়া উপজেলা শাখা,পাবনা।
● বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘরিয়া উপজেলা শাখার সেক্রেটারী -ইকরাম হোসেন বাচ্চু এর নেতৃত্বে উপজেলার দেবোত্তর বাজারে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
■ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি- মাওলানা আমিরুল ইসলাম।
■ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আটঘরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা -মাওলানা নকীবুল্লাহ
◇ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,
আটঘরিয়া উপজেলা শাখার উপদেষ্টা
-মাওলানা আব্দুল আলীম মাসুদ,
◇ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,
আটঘরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি
-মুহাম্মদ খাইরুল ইসলাম ও মুহাম্মদ কুতুব উদ্দীনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, কেবলমাত্র ইসলামী সমাজব্যবস্থা বাস্তবায়ন ছাড়া কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। র্যালীতে প্রাই
৩শতাধিক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।