
পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতি মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আবদুল মোমেন
আজ পাবনায় দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭২তম গণশুনানিতে পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতি মুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার
আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন- সকল সংকটের মূল দুর্নীতি। ধামাচাপা দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমি মনে করি দুর্নীতি কমবে’।

গণশুনানিতে ১৫৭ টি অভিযোগ জমা পরে। এর মধ্যে দুদক তফসিলভুক্ত ৫৭ টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা
সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ পাবনা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত
অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্তে অনুষ্ঠিত গনশুনানিতে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, রাজশাহী বিভাগের
পরিচালক মোঃ কামরুল আহসান, সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোঃ শহীদুল আলম সরকার সহ অন্যান্যরা।