আলমগীর কবির পল্লক ॥ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের একটি ঝুলন্ত রেল সেতুর পাশে। নিহত নিরব সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের মো. লিটন সরদারের ছেলে। সে ঢাকা উত্তরার একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। স্থানীয় সূত্রমতে, নিরব গতকাল শুক্রবার স্কুল ছুটির পর পুরান মাসুমদিয়া নানা মৃত আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠেই ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের ওপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হুইসেল দিয়েছিল বলে জানান স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে এর আগেও কয়েকবার ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষদের সচেতনতার অভাবে ও রেল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ করেন তিনি। আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব রওশন আলী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে নিরবের পরিবারের মাঝে ব্যাপক শোকের মাতম চলছে এবং নিরবের অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।