• Wed. May 21st, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) একটি মূল্যায়ন দল!!

পাবনা জাসাস: একটি মূল্যায়ন
পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন অঙ্গসংগঠনের মধ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কার্যক্রম বিশেষভাবে লক্ষণীয়। পাবনাবাসীর দৃষ্টিতে, এই সংগঠনটি দলীয় নির্দেশনা অনুসরণ এবং দেশের কল্যাণে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং জনাব তারেক রহমানের দেখানো পথে রাজনীতি করছে।
৫ই আগস্টের পরবর্তী সময়ে জাসাসের সদস্যদের দ্বারা চাঁদাবাজি, মারামারি কিংবা দলের জন্য ক্ষতিকর কোন কাজের অভিযোগ পাওয়া যায়নি। বরং তারা নিজেদের অর্থ ব্যয়ে সংগঠন পরিচালনা করছেন এবং দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারকারীদের মুখোশ উন্মোচন করছেন।
জাসাস পাবনা সাধারণ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং তাদের কর্মকাণ্ডে দেশপ্রেমের প্রতিফলন দেখা যায়। পাবনা জেলা জাসাসের কর্মসূচিগুলি সুসংগঠিত এবং সুপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।
এই সংগঠনের দৃঢ় অবস্থানের পেছনে পাবনার সুপরিচিত সাংবাদিক ও ডকুমেন্টারি ফটোগ্রাফার ছবির গল্পের প্রতিষ্ঠাতা জাসাস পাবনার আহবায়ক জিয়া পরিবারের আস্থাভাজন সৃজনশীল ব্যক্তিত্ব খালেদ হোসেন পরাগের অবদান অনস্বীকার্য। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি পাবনা জেলা জাসাসের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *