• Thu. May 29th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু!!

পাবনার ঈশ্বরদী শহরের পাতিবিল নামক স্থানে আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধায় পুকুরে পাশে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় শীতল (২৫) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। সে সাঁড়া গোপালপুর নতুন পাড়ার আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উল্লেখিত স্থানে একটি পুকুরে ভেকুতে মাটি কাটার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শীতল গুরুতর আহত হয় । এরপরও ঘটনাস্থলে উপস্থিত ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত শীতলের স্ত্রী ও শিশু সন্তান রয়েছে বলে জানাগেছে। শীতলের আকস্মিক দূর্ঘটনায় মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ঘটনা শুনেছি। যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *