• Fri. Jul 4th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

চাটমোহরের রাস্তা পার হওয়ার সময় ফিটনেস বিহীনগাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পাবনা জেলার চাটমোহরে রাস্তা পার হওয়ার সময় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খোদাবক্স প্রামাণিক (৭০) চরপাড়া গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুনাইগাছা বাজারে কাজ শেষে বাড়ি ফেরার সময় চাটমোহর-বাঘাবাড়ি সড়ক পার হচ্ছিলেন খোদাবক্স। এ সময় ডিশ লাইন মেরামতের জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া শ্যালোইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোদাবক্স প্রামাণিককে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *