• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ধোয়া পুলিশ বলে পুলিশ সদস্যকে মারধর ও ছিনতাই আটক- ২

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিংরোডে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২)। আজ শনিবার (১ মার্চ) দুজনকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর পতেঙ্গা বেড়িবাঁধ এসপিএল ডিপো সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী কয়েকজন যুবককে গাঁজা সেবন করতে দেখেন। এসময় গাঁজা সেবনকারী যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকরা আরও কিছু লোক সঙ্গে নিয়ে এসআই ইউসুফকে ঘিরে ধরে হামলা চালান। তারা এসআই ইউসুফকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেন।লোকজন এগিয়ে এসে দুই হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্য হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে। তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ধারালো চাকু ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডিউটিরত পুলিশ কর্মকর্তাকে দুষ্কৃতকারীরা ভুয়া পুলিশ বলে হামলা চালায়। এরপর তারা পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা স্থানীয় জনতার রোষানলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *