
পাবনা সদরে বালু উত্তোলনের দায়ে নয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে
(শনিবার ১ মার্চ ২০২৫)সহকারী কমিশনার (ভূমি)
পাবনা সদর, মুরাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলার চরতারাপুর, ভাড়ারা ও দোগাছি ইউনিয়ন এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ০৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন,
আব্দুল গফুর, পিতা- আব্দুল জব্বার, সাং- নাজিরপুর,
মিলন, পিতা- নতুন আলী মালিথা, গ্রাম- চর শ্রীরামপুর,
ইব্রাহিম, পিতা- মোকাররম হোসেন, গ্রাম- শ্রীরামপুর,
মানিক, পিতা- রবিউল ইসলাম, গ্রাম- চর কুশাখালী,
ইব্রাহিম, পিতা- আব্দুর রহিম, গ্রাম- কুশাখালী, মো: আরিফ, পিতা- মো: তজিম প্রাং, গ্রাম- চর কুশাখালী,
মো: হুসাইন, পিতা- সায়েন মন্ডল, গ্রাম- কুশাখালী,
মো: তুষার, পিতা- মো: নজির প্রাং, গ্রাম- চর আশুতোষপুর,
নজরুল, পিতা- মো: আসান প্রাং, গ্রাম- আরিফপুরকে
গ্রেফতার করা হয়েছে।