আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় গলায় ফাঁস নিয়ে মানিক হোসেন (৫২) নামক এক মানসিক ভারসাম্যহীন রোগী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী দিবাগত রাতে চৌবাড়িয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আফতাব হোসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আনসারুল ইসলাম মনি’র ছেলে মানসিক ভারসাম্যহীন রোগী মানিক হোসেন রাতে নিজ ঘরে ঘুমাতে যায়।
ভোরে বাড়ির লোকজন মানিককে ঘুম থেকে দেরিতে উঠতে দেখে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন সে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।