• Wed. Jul 30th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত

চীনে সংক্রমিত নতুন ভাইরাস, এইচএমপি আক্রান্ত রোগী বাংলাদেশে পাওয়া গেছে। এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংক্রামিত নারীর শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা মহামারির ৫ বছর পর চীনের বিভিন্ন স্থানে নতুন এই ব্যাধি ছড়িয়েছে। যার মূল লক্ষণ- শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোন কারণ নেই।

এ বিষয়ে ভাইরোলজিষ্ট ডা. জিলানী জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

কারো কারোর মতে, দেশে আগেও এইচএমপিভি’র অস্তিত্ব ছিলো। এখন২ শিশু আর প্রবীণদের শরীরে এর অস্তিত্ব মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *