• Sun. May 4th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০

বাগেরহাটের মোল্লাহাটে হামলার শিকার হয়েছে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’তে যোগদানের উদ্দেশ্যে আসা বাস। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলটি গোপালগঞ্জ জেলার প্রবেশমুখ।

এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।

জানা যায়, খুলনা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে।বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল।পথে আমাদের ওপর হামলা করা হয়। অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে।

সোমবার রাত ১টার দিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ নামের কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *