• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে
ধারাবাহিকভাবে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। গতকাল ৫
নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টার সময় হেমায়েতপুর তপোবন উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
হেমায়েতপুর তপোবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা
তুলে দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ
সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদ খান। গাছ বিতরণ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন
ফরেস্ট্রীর জেলা সমন্বয়ক মোঃ আলিফ আলী ও সহকারি জেলা সমন্বয়ক
পূর্ণ চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ
কামাল পাশা, কৃষি শিক্ষক বাদশাহ আলম, সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল
হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শরিফুল ইসলাম ও বিদ্যালয়ের স্টাফ মোঃ
আফজাল হোসেন।
গাছের চারা বিতরণ পূর্বক এক বক্তব্যে প্রধান অতিথি সাংবাদিক
আব্দুল হামিদ খান বলেন, বৃক্ষ মানবজীবনের অপরিহার্য অংশ। বৃক্ষ-তরুলতা
যে অক্সিজেন দেয় সেই অক্সিজেন গ্রহণ করে মানুষ তথা পৃথিবীর তামাম
প্রাণী বেঁচে থাকে। আর মানুষের ছেড়ে দেয়া কার্বনডাই-অক্সাইড
গাছ গ্রহণ করে আমাদের পরিবেশকে সুরক্ষা করে। তিনি বলেন, বৃক্ষ
পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ মানুষের পরম বন্ধু। প্রধান
অতিথির বক্তব্যে বাপা সেক্রেটারি, পরিবেশবিদ আব্দুল হামিদ খান বলেন,
একটি গাছ বছরে ১৩ কেজি কার্বনডাই অক্সাইড গ্রহণ করে

পরিবেশকে নির্মল করে। আর সোয়া ৬ কেজি বিশুদ্ধ অক্সিজেন বাতাসে
ছাড়ে যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক আলিফ
আলী বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক দূর্যোগপ্রবণ দেশ। জলবায়ু
পরিবর্তনের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন দীর্ঘদিন
ধরে কাজ করে আসছে। তিনি উল্লেখ করেন, কেউ গাছ লাগালে আমারা
আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু প্রণোদনা দেই গাছ পরিচর্যার
জন্য। বন্ধু ফাউন্ডেশনের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ২ কোটি গাছের চারা
রোপণ এবং কমপক্ষে ২০ বছর বাঁচিয়ে রাখা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান বলেন, বাংলাদেশ পরিবেশ
আন্দোলন (বাপা) পাবনা শাখার পক্ষ থেকে পাবনায় সারা বছর বৃক্ষরোপণ
করা হয়। তাই বাপ্#া৩৯;র কর্মকান্ডে পাবনার মানুষ খুবই গর্বিত। পাবনার
পরিবেশ সুরক্ষায় বাপ্#া৩৯;র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বলেন, তোমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং
গাছের পরিচর্যা করতে হবে। যে গাছগুলো আজ বাপার মাধ্যে তোমাদের
হাতে দেয়া হলো তার প্রত্যেকটা গাছ যাতে বেঁচে থাকে সেদিকে
খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, তপোবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেও মধ্যে ফলদ, ভেষজ ও বনজ
মোট ২৫০টি গাছ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *