• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”!

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পাবনার শিমলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর একজন চার্টার প্রেসিডেন্ট ও ৬ জন চার্টার সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন। বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য আর্থিক  ও সামাজিক  উন্নয়নে নিরলসভাবে কাজ করছে রোটারী ক্লাব অব পাবনা নিউসিটি। তারই আজকে ১৪ বছরে পদার্পণ হয়েছে। নিউসিটি ক্লাবটি এ যাবৎ বহু উল্লেখযোগ্য প্রোজেক্ট ও সামাজিক কাজ বাস্তবায়ন করেছে , যার সাফল্য অনেক মানুষ সুবিধাভোগ করতেছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন। 

বিশেষভাবে উপস্থিত ছিলেন, ক্লাবের চার্টার্ড সদস্য  আই পিপি   নুরুন্নবী খান হুমু, আইপিপি এডভোকেট আমিনুল  ইসলাম পটল, আইপিপি এডভোকেট শাহজাহান  আলী মন্ডল, আইপিপি প্রফেসর ওয়ালিউল ইসলাম, রোটারিয়ান ডাঃ নিখিল কুমার সাহা, ও রোটারিয়ান নিতাই কর্মকারসহ অন‍্যন‍্য ক্লাবের প্রেসিডেন্ট, সদস্যসহ বেশ কিছু গুনী ও সামাজিক ব‍্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আই পিপি রোটারিয়ান জিল্লুর রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আবু মোর্শেদ বুলবুলসহ সকল স্তরের সদস্যের উপস্থিতিতে ক্লাবের এ অনুষ্ঠানটি প্রানবন্দ হয়ে  উঠে।

 ২০১০ সালের  ২৮ অক্টোবর  আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী  ইন্টারন‍্যাশনাল সনদপ্রাপ্ত হয় রোটারী ক্লাব অব পাবনা নিউসিটি। দুই ঈদে ও পূজায় সুবিধা বঞ্জিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দারিদ্র্য বিমোচনে আর্থ কর্মসংস্থানমূলক ব্যবস্থা করা হয়। যেমন- রিকশা-ভ্যান, টি-স্টল, বুচার স্টল, বৃক্ষরোপণ,  মৎস অবমুক্ত,  স্বাস্থ্য ক্যাম্প, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা ও নগদ অর্থসহ আরও নানা কর্মকান্ড এ সংগঠনটি পরিচালনা করে থাকে। চার্টার্ড নাইট অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে  আনুষ্ঠানিকতা শুরু করে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়। 

উক্ত চার্টার্ড নাইটে ক্লাবের শুরুর সদস্যদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মানিত করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *