• Thu. Mar 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

যমুনায় ইলিশ না ধরার প্রতিজ্ঞা জেলেদের

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ না ধরার প্রতিজ্ঞা নিয়েছেন জেলেরা। যমুনায় নিয়মিত মাছ শিকার করা শতাধিক জেলে হাত তুলে এ প্রতিজ্ঞা নেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন প্রাঙ্গণে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ সফলকরণের লক্ষ্যে জনসচেতনতা সভা ও মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণকালে এ প্রতিজ্ঞা করেন তারা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান। তিনি তার বক্তব্যে মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।জেলেরা প্রতিজ্ঞা করে বলেন, আমরা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকতে চাই না। সরকারি কর্মসূচিতে সহযোগিতা করে মা ইলিশ রক্ষা করতে চাই।এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন ও ক্ষেত্র সহকারী গোলাম রাব্বিসহ জেলেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *