• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাঁথিয়ায় আ.লীগের গোপন মিটিং থেকে ৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার

পাবনার সাঁথিয়ায় আওয়ামীলীগের গোপন মিটিং শেষে
৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার। বিএনপি কর্মী আহত। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটেছে।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিকবার নামের এক বিএনপি কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো। ৯ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়ার সাথে সাথে গুলি এবং বোম মারতে থাকে আওয়ামীলের ২০০/৩০০ নেতাকর্মীরা।সে সময় দেশবিরোধী স্লোগান দিতে থাকে তারা। ককটেলের আঘাতে বিএনপি কর্মী আফড়া গ্রামের হাচেন সরদারের ছেলে নিকবার সরদার গুরুত্বর আহত হয়।তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে পাবনা সদর হাসপাতালে রেফারাল করে।তার আত্মীয়স্বজনর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।

এলাকাবাসী জানান, এতো অপকর্ম করার পরও সাঁথিয়ায় এখনো আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। শশদিয়া প্রাথমিক বিদ্যালয়টি ফাঁকা জায়গায় হওয়ায় তারা এই স্থানটি বেছে নিছে। রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দে গুলাগুলি এবং বোমা মারার শব্দ পাওয়া গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন,৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার হয়েছে।একজন পথচারী আহতর খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *