• Thu. Mar 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবিঃ পাবনার আলো ডেস্ক

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে । বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভোর রাতে পাবনা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (০২ অক্টোবর) রাত ৮ টার দিকে বাড়ির পাশে খড়ায় জাল দিয়ে মাছ ধরার সময় জালের সাথে পেঁচানো সাপ জাহেদ খাঁর হাতে ছোবল দেয়। পরে পরিবারকে জানালে তাকে প্রথমে পার্শ্ববর্তী বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড় ফুঁক দিয়ে বিষ নামিয়ে দিলে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।

পরে রাত ১১ টার দিকে হঠাৎ জাহেদ খাঁর ফের খারাপ লাগার কথা জানালে তারা অন্য আর এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে তাকে বেড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাবনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। সাপটিকে ধরে রেখেছে স্বজনেরা।

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির সাপটিকে কালাচ সাপ নাম নিশ্চিত করে জানান, কালাচ সাপ মারাত্মক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সাপে কেটেছে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যে কোনো সাপ কামড় দিলে কোন ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আমিও শুনেছি শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ সাপের কামড়ে মৃত্যবরণ করেছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *