• Fri. Mar 14th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং

১৬/০৯/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ) বেনু রায় এবং এসআই(নিরস্ত্র)মাহমুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর

থানাধীন পৌরসভাস্থ কুটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ মিলন হোসেন(২৮), পিতাঃ মৃতঃ আইয়ুব আলী, সাং-বাংলাবাজার দক্ষিন রামচন্দ্রপুর, (পশ্চিপাড়া) থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ হৃদয় হোসেন (২৩), পিতাঃ রফিকুল ইসলাম, সাং-আরিফপুর হাজিরহাট, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *