• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায়  প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেরা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও সমাপনী হয়েছে

“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেরা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও সমাপনী হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বলওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিজি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ফরিদপুর  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এই  অনুষ্ঠান হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন গোলাম, জেলা ট্রেনিং অফিসার ডাঃ কৃষ্ণ মোহন হালদার, পৌর মেয়র আ.খ. ম কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন সুলতানা প্রমুখ।

প্রদর্শনীতে ৪০টি ষ্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুগরি সহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন সহ প্রানিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *