স্টাফ রিপোর্টার
দক্ষিণ-এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক
মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার আয়োজনে
গরিব-অসহায় মানুষদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার
সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৮ রমজান সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়
পাবনা পিসিসিএস মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী
বিতরণপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিকিৎসক, পাবনা মেডিকেল
কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ রিয়াজুল হক রেজা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার যুগ্ম
সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা
শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল
হামিদ খান। আরও বক্তব্য দেন মাসুমদিয়া জোবেদা খাতুন
ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন জেলা
ইপিআই সুপারভাইজার ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
পাবনা জেলা শাখার সম্মানীয় সদস্য মুহম্মদ রবিউল আলম ও
অবসরপ্রাপ্ত আরআই শমসের আলী।
ঈদ উপহার সামগ্রী বিতরণের পূর্বে বক্তারা বলেন, বর্তমান
দুর্মূল্যের বাজারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা
জেলা শাখার এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। সমাজে
নানান শ্রেণি-পেশার মানুষ আছে। বিত্ত-বৈভব বেশি হবার
কারণে অনেকেই হয়তো অসহায় মানুষদের এর চেয়েও বেশি
সাহায্য করতে পারেন কিন্তু সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের
মতো এভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মানসিকতা
সবার মধ্যে থাকে না। অনেক ধনী মানুষের বাড়িতে একখানা
শাড়ীর আশায় রোদেপুড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর
ঘন্টা কষ্ট করতে হয় অথচ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
একটা হলরুমে, সুন্দর পরিবেশে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী
গরিব-অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছে। বক্তারা বলেন, এটা
কোন ত্রান সামগ্রী নয়, এটা কোন দানও নয়, আমরা কোন
গরিব মানুষকে দান করছি না। আমরা ঈদ উপহার সামগ্রী
হিসেবে এটা গরিব-অসহায়, অস্বচ্ছল পরিবারের মানুষদের
হাতে তুলে দিচ্ছি।
উল্লেখ্য, এ ঈদ উপহার সামগ্রীর মধ্যে চাল-ডাল, তেল, লবণ,
চিনি, সেমাই, পেঁয়াজ, রসুন, সাবান-শ্যাম্পু রয়েছে। এই
ঈদ উপহার সামগ্রী পেয়ে বড়ই আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে
নিজেরাই স্বপ্রণোদিত হয়ে সম্মিলিতভাবে দোয়া মাহফিল
পরিচালনা করেন ঈদ উপহার সামগ্রী গ্রহীতারা।
আব্দুল হামিদ খান
পাবনা ।
তারিখ : ০৮ এপ্রিল, ২০২৪
সেল : ০১৭১১-৮০৪৬৪৭