• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দুই বিশ্বকাপে চোখ বাবরের

স্পোর্টস ডেস্ক ॥ ফর্মের চূড়ায় আছেন এখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে নামা মানেই রানের ফুলঝুড়ি। নানা রেকর্ডের মধ্য দিয়ে যাচ্ছেন ড্যাশিং এই ব্যাটার। তবে তার কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ বৈশ্বিক কোনো শিরোপা।
চলতি বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর ওয়ানডে। এই দুই বিশ্বকাপেই এখন পাখির মতো চোখ করে আছেন বাবর আজম। সম্প্রতি টানা ৯ আন্তর্জাতিক ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার অনন্য কীর্তি গড়েছেন বাবর। টানা তিন ওয়ানডে ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দুই দফায় করার প্রথম নজিরও গড়েছেন। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম হাজার রানের রেকর্ডে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। টানা ৬ ওয়ানডে ইনিংসে পেরিয়ে গেছেন পঞ্চাশ। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর নিজে দুর্দান্ত পারফর্ম করেন। ৬ ম্যাচের ৪টিতেই পঞ্চাশ পেরিয়ে যান। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৩ রান আসে তার ব্যাট থেকেই। কিন্তু তার দল সেমি-ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *