আনোয়ার হোসেন ॥ পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্বে টেংরী কাচারী পাড়ায় বাপ্পি নামের এক যুবক দীর্ঘদিন যাবত ঢাকার চকবাজার এলাকার একটি হাসপাতাল থেকে মালামাল কিনে হ্যাপি ফিলিংস কারখানা নাম দিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ জুস তৈরি করে আসছে। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনার গাছপাড়া, ঈশ্বরদীর মুলাডলি ও নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এসব যৌন উত্তেজক সিরাপ খেয়ে ধ্বংসের পথে যুবসমাজ। বাপ্পী এসব অবৈধ জুস তৈরি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। নাম না প্রকাশের শর্তে এক যুবক বলেন এসব জুস খেলে মানুষের শরীরে বিভিন্ন সমসসা সৃষ্টি হয়, যেমন- মাথাঘোরা, চোখে অন্ধকার দেখা ইত্যাদি। ভুক্তভোগীরা প্রসাসনের হস্তক্ষেপ কামনা করছে।