• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দেশে সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ছাড়িয়েছে

ডেস্ক নিউজ ॥ দেশে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে, দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটির বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় সংসদে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী। নিজের বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চার স্তম্ভ— কানেক্টিভিটি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্নেন্স এবং আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশনের আলোকে গত ১৩ বছরে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হওয়ার জন্য দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব প্রসার হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার আগে দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৭৮ হাজার টাকা ছিল। বর্তমানে সেই প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৩০০ টাকার নিচে। এছাড়া তিন হাজার ৮০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছেছে।’ শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে দেশে মোবাইল ফোনের সিম ব্যবহারকারী প্রায় ১৮ কোটির বেশি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *