আটঘরিয়া প্রতিনিধি ॥ পাবনার আটঘরিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের উপর গতকাল রবিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার। আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় এসময় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। এসময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা সহকারি কমিশনার ভুমি আরিফুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মাদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদসহ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ অনেকেই অংশ গ্রহন করেন।
বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিকি ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ এই দশটি বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়।