• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পারাবতের ৩ বগি ভস্মীভূত ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক নিউজ ॥ ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ আগুন লাগলে ওই অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর ও মনু রেলস্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ট্রেনের ৩টি বগি ভস্মীভূত হয়েছে। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি। কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার পর দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসন ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে আসেন। ভয়ে লাফ দিতে গিয়ে ৪-৫ জন আহত হন। ভানুগাছ স্টেশনমাস্টার কবির আহমদ বলেন, আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আসার পর বিকাল সাড়ে ৪টায় ট্রেন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *