আমিনপুর সংবাদদাতা ॥ পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়ন এর দুর্গাপুর চব্বিশ মাইল বাজার সংলগ্ন পাশে বাজারের নাইট গার্ডের আানা একটি মেয়ের ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে দন্দে মারামারি হওয়ার কারণে, দুই পক্ষেরই থানায় মামলা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী,এক পক্ষের বাদি জিন্নাত শেখের অভিযোগের কারণে বিবাদি হিসেবে আওয়ামীলীগের মোঃ মহিউদ্দিন (মহির) মিয়াকে আটক করে থানায় নিয়েগেলে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খান সাহেবের নেতৃত্বে সাবেক আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, মোঃ শাহজাহান মিয়া,জেলা কৃষকলীগ এর কার্যকরী সদস্য মোঃ আবু হানিফ খান, আমিনপুর থানা আওয়ামী লীগ এর সদস্য শওকত হোসেন, মোঃ বাবু মেম্বার (৩)নং ওয়ার্ড, মহিউদ্দিনকে মুক্ত করে আনতে গেলে বাদি জিন্নাতের পক্ষথেকে মিথ্যা তথ্য দেওয়ায় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন কে মুক্ত করে না দিলে। ওসি সাহেবকে সরেজমিনে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করতে বলায় তিনি বলছিলেন, তদন্ত সাপেক্ষেই মহিউদ্দিন কে আটক করা হয়েছে। রাতেই বিষয়টি ভূল প্রমানিত হওয়ায় পাবনা-২ আসনের এমপি জনাব আহমেদ ফিরোজ কবির মহোদয় এবং সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, শানিনুজ্জামান শাহিনের পরামর্শক্রমে ওসি সাহেবের সভাপতিত্বে, অসি তদন্ত মোঃ সজিবুর রহমান সজিবের সংচালোনায় আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আলোচনা করেন, থানা আওয়ামী লীগ এর সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী খান, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, আবু হানিফ খান, শওকত হোসেন, বাবু মেম্বার। ০৪ জুন শনিবার সকাল ০৯ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষই সমাধানের লক্ষে শালিসী বৈঠকের ব্যবস্থা করছিলেন, আলোচনা শেষে দুই পক্ষের মুসলেকা নিয়ে মহিউদ্দিন কে মুক্ত করে দেওয়া হয় এবং দুই পক্ষের মতেই অভিযোগ নিষ্পত্তি সহ সমাধান করা হয়।