• Sun. Jul 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার!!

(বুধবার ১৮ জুন) সন্ধ্যা ২০.০০ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়াস্থ মুজাহিদ ক্লাব মোড়ে সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক নিম্নোক্ত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়:

১. মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, মাতা: মোছাঃ জামিলা পারভীন রোজি,
ঠিকানা: বাসা- ৪৪৩/০১, পিএন রোড শিবরামপুর, ওয়ার্ড-০৫, থানা ও জেলা- পাবনা।

২. মোঃ মৃদুল হোসেন (২২), পিতা: অলিল মন্ডল, মাতা: মাসুরা খাতুন,
ঠিকানা: কাজিরহাটা কলোনী পাড়া, পোস্ট- সাতবাড়ীয়া, ইউনিয়ন- ধরমপুর, ওয়ার্ড-০১, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।

৩. রতন ইসলাম (২১), পিতা: জামাল মন্ডল, মাতা: রাহেলা খাতুন,
ঠিকানা: কাজীরহাটা কলোনি পাড়া, পোস্ট- সাতবাড়ীয়া, ইউনিয়ন- ধরমপুর, ওয়ার্ড-০১, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *